অদ্য ০২ সেপ্টেম্বর,২০২০ খ্রি. কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেটে জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জৈব কীটনাশক তৈরি বা ব্যবহারে খরচ খুবই সামান্য এবং এটা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। অপরদিকে রাসায়নিক বালাইনাশক ব্যবহারে খরচ বেশি, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন কৃষি ও কৃষকের উন্নয়ন সাধিত হয় অপরদিকে তেমনি পরিবেশ সুরিক্ষত থাকে। জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশবান্ধব কৃষি, নিরাপদ খাদ্যের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জৈব কৃষি ও জৈবিক বালাইব্যবস্থাপনার কোনো বিকল্প এ মুহূর্তে নেই। জৈব বালাইনাশক ব্যবহারে আমাদের পরিবেশ ভাল থাকবে, অন্যদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। সেইসাথে আমাদের খাবারের প্লেটেও থাকবে বিষমুক্ত খাবার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস